টাকা না দেয়ায় বিল গেটস, ট্রাম্পরা হারিয়েছেন ‘ব্লু টিক’

|

ছবি: সংগৃহীত

বহু খ্যাতনামা ব্যক্তিত্বের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন মার্ক তুলে নিতে শুরু করেছে টুইটার। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এ প্রক্রিয়া। টাকা না দেয়ায় পোপ ফ্রান্সিস, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্পের মতো বিগশটের টুইটার অ্যাকাউন্টে নামের পাশ থেকে উঠে গেছে ব্লু মার্ক। ভ্যারাইটির খবর।

এই তালিকায় আছেন মিডিয়া জগতের তারকারাও। কিম কারদাশিয়ান, কেটি পেরি, লেডি গাগা, বিয়ন্সে, শাকিরার মতো তারকারাও হারিয়েছেন নীল চিহ্ন। অন্যদিকে বারাক ওবামা, ব্রিটনি স্পিয়ার্স, রিয়ান্নাসহ বহু তারকার অ্যাকাউন্টে এখনও বহাল রয়েছে টুইটারের ভেরিফিকেশন চিহ্ন।

ভারতীয় ক্রিকেটারো বলিউড তারকারাও আছেন এই ব্লু টিক হারানোর তালিকায়। বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রাজনীতিবিদ রাহুল গান্ধির মতো ব্যক্তিত্বদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না এই বিশেষ চিহ্ন।

ধনকুবের ইলন মাস্ক টুইটারের দায়িত্বগ্রহণের পরই ঘোষণা দেন, ব্লু টিক পেতে নির্দিষ্ট অংকের অর্থ গুনতে হবে ব্যবহারকারীদের। মাসিক চাঁদা না দিলে তুলে নেয়া হবে ব্লু মার্ক।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply