জোটের সদস্য হওয়াই ইউক্রেনের ভবিষ্যৎ, কিয়েভ সফরে ন্যাটো মহাসচিব

|

ডরোথি তাসরিন:

ন্যাটোর সদস্য হওয়াই ইউক্রেনের ভবিষ্যৎ। কিয়েভ সফরে এমন মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। আসন্ন ন্যাটো সম্মেলনে অন্যতম এজেন্ডা হবে ইউক্রেনের জোটে অন্তর্ভুক্তির বিষয়টি, এমন কথাও তিনি বলেন। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। সিএনএনের খবর।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভ সফরে গেলেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) হঠাতই দেশটিতে পা রাখেন তিনি। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন স্টলটেনবার্গ। ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। আগামী জুলাইয়ে কিয়েভকে ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। সরাসরি বলেন, ইউরো আটলান্টিক পরিবারই ইউক্রেনের প্রকৃত জায়গা।

ছবি: সংগৃহীত

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটো সদস্যদের সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বিষয়টি উত্থাপন করলে আমার সমর্থন থাকবে। আসন্ন ভিলনিয়াস কনফারেন্সে এটাই হবে অন্যতম এজেন্ডা। ইউরো আটলান্টিক পরিবারে ইউক্রেনকে সব মিত্ররাই সমর্থন দেবে।

ন্যাটোর কাছ থেকে সদস্যপদের প্রস্তাব পাওয়ার এটাই প্রকৃত সময়, এমন কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনকে ছাড়া ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়, এমন কথাও বলেন তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনের সাথে ন্যাটোর নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, ন্যাটো মহাসচিবের সফরকে তারই ইঙ্গিত হিসেবে দেখছে কিয়েভ। জোটের সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা। তবে সদস্য হিসেবে আমন্ত্রণ পাওয়াটাও জরুরি আমাদের জন্য।

রাশিয়াকে মোকাবেলায় কিয়েভের আরও অস্ত্র সহায়তা প্রয়োজন বলেও জানান জেলেনস্কি। প্রয়োজনীয় সামরিক সহায়তার আশ্বাস দেন ন্যাটো মহাসচিব।

আরও পড়ুন: ভুল করে নিজেদের শহরেই রুশ বাহিনীর বোমা নিক্ষেপ!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply