চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলা একদিন পেছানোর জন্য উয়েফার কাছে অনুরোধ করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়নদের এই অনুরোধ রাখেনি উয়েফা। মাদ্রিদ ইউনিভার্সাল ডটকমের খবর।
চেলসিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৯ ও ১০ মে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগ। ৯ মে সান্তিয়াগো বার্নাব্যুতে লড়বে রিয়াল-ম্যানসিটি। আর এসি মিলান-ইন্টার মহারণ অনুষ্ঠিত হবে ১০ মে।
কিন্তু রিয়াল মাদ্রিদ উয়েফার কাছে অনুরোধ করেছিল তাদের খেলা ১০ মে দেয়ার জন্য। কারণ, ৬ মে ওসাসুনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রস্তুতির জন্য মাত্র ৭২ ঘণ্টা সময় পাবে কার্লো আনচেলত্তির দল। সে কারণে এই অনুরোধ করেছিল লস ব্লাঙ্কোসরা।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে কেটে নেয়া ১৫ পয়েন্ট ফেরত পাচ্ছে য়্যুভেন্তাস
/এম ই
Leave a reply