৩ দিনে ঢাকা ছেড়েছে সাড়ে ৫৩ লাখের বেশি সিমধারী

|

ছবি: সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদুল ফিতর। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতিবারের মতো এবারও ঢাকা ছেড়েছে বিপুল মানুষ। ৩ দিনে বিভিন্ন মোবাইল অপারেটরের সাড়ে ৫৩ লাখের বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ( ১৮, ১৯, ২০ এপ্রিল) এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী। একই সময়ে ঢাকায় এসেছে ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী।

১৮ এপ্রিল গ্রামীনফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের ১৮ হাজার ১৯০।

১৯ এপ্রিল ঢাকা ছেড়েছে গ্রামীণফোনের ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮টি সিম, রবির ৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি, বাংলালিংকের ৬ লাখ ৫৮ হাজার ২৫২টি, টেলিটকের ১৭ হাজার ৫৬০টি সিম।

২০ এপ্রিল মোবাইল অপারেটরের হিসাবে গ্রামীণফোনের ৮ লাখ ২৫ হাজার ৯৪৪টি, রবির ৭ লাখ ৫৪ হাজার ৪৮২টি, বাংলালিংকের ৮ লাখ ২৮ হাজার ৯৬টি এবং টেলিটকের ৪৫ হাজার ৩৮৭টি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply