Site icon Jamuna Television

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ফাইল ছবি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর রাজধানীর ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে এই জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ঈদ জামাত পরিচালনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। আর মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক। বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায়, এর এক ঘণ্টা পরপর ৩টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঈদের জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে প্রবেশ করছেন মুসল্লিরা।

এদিকে, কড়া নিরাপত্তা ও তল্লাশির মধ্য দিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করতে হয়েছে মুসল্লিদের।

/এমএন

Exit mobile version