ফের ড্র করে ধাক্কা খেলো আর্সেনাল

|

আবারও ড্র করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল। আর তাতে ১৯ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেলো আর্সেনালের। টানা তৃতীয় ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে আর্সেনাল শীর্ষস্থানে থাকলেও ম্যানসিটির নাগালের খুব কাছে গানাররা।

শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠে এমিরেটস স্টডিয়ামে শুরুতেই সাউদাম্পটনের বিপক্ষে গোল খেয়ে বসে আর্সেনাল। ১ মিনিটে নিজেদের ডি বক্সের সামানে ভুল পাস দেন গানার গোলরক্ষক রামসডেল। সুযোগ কাজে লাগিয়ে সাউদাম্পটনকে এগিয়ে দেন কার্লোস আলকারাজ।

১৪ মিনিটে আবারও আর্সেনাল ডিফেন্ডারদের বোকা বানান সাউদাম্পটন মিডফিল্ডার আলকারাজ। তার দুর্দান্ত থ্রু পাসে সাবেক ক্লাবের জালে বল জড়ান থিও ওয়ালকট।

৬ মিনিট পর এক গোল শোধ দেয় আর্তেতার দল। সাকার অ্যাসিস্টে গানার স্কোর শিটে নাম তোলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্টিনেলি।

৬৬ মিনিটে আর্সেনালের জালে তৃতীয় গোল দেয় সাউদাম্পটন। কর্ণার থেকে দারুণ হেডে গোল করেন ফুলব্যাক দুলজে কার।

ম্যাচের ৮৮ মিনিট পর্যন্তও দুই গোলে পিছিয়ে থেকে নিশ্চিত হারের দিকে এগুচ্ছিল আর্সেনাল। কিন্তু ঠিক তখনই অধিনায়ক ওডেগাডের গোলে স্কোর লাইন ৩-২ করে গানাররা। আর ম্যাচের ইনজুরি সময়ে ফরোয়ার্ড সাকা আর্সেনালের হয়ে তৃতীয় গোল করে নিশ্চিত করেন দলের এক পয়েন্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply