জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

|

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত। সকালে সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মুসল্লিরা একইসাথে নামাজ আদায় করেছেন। ঈদগাহে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেন ঈদের নামাজে। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

এর আগে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর রাজধানীর ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে এই জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ঈদ জামাত পরিচালনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। আর মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক। বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায়, এর এক ঘণ্টা পরপর ৩টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply