ইউক্রেনকে ছয়টি লেপার্ড টু ট্যাংক পাঠিয়েছে স্পেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ছয়টি লেপার্ড টু ট্যাংকের একটি বহর পাঠিয়েছে স্পেন। শুক্রবার (২১ এপ্রিল) উত্তরাঞ্চলীয় সাতান্দার বন্দর ছেড়ে যায় ট্যাংকগুলো। রয়টার্সের খবর।

একইসাথে ২০টি সাজোয়া যানও পাঠিয়েছে স্পেন। শুরুতে পোল্যান্ড যাবে এসব সামরিক সহায়তা। সেখান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পৌঁছানো হবে ইউক্রেনে।

চলতি মাসের শুরুতে স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলস জানান, ইউক্রেনকে মোট ১০টি লেপার্ড টু এ-ফোর ট্যাংক দেবেন তারা। বাকি চারটি ট্যাংকের সংস্কার কাজ চলছে বলেও জানান। ট্যাংক রক্ষণাবেক্ষণে ৪০ জন ক্রু ও ১৫ জন মেকানিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জার্মানি, পোল্যান্ড, পর্তুগালসহ ন্যাটোভুক্ত আরও কয়েকটি দেশ ইউক্রেনকে মোট ৪৮টি লেপার্ড টু দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মূলত ১৯৯০ সাল থেকেই স্পেনে অব্যবহৃত অবস্থায় পড়েছিল জার্মানির তৈরি ট্যাংকগুলো। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী কি না আগে যাচাই করে নিতে হবে তা।

আরও পড়ুন: মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলো কিয়েভ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply