‘মহাসড়কে কোনভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না’

|

মহাসড়কে কোনভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। একইসাথে লাইসেন্সবিহীন কোনো চালক সড়ক-মহাসড়কে গাড়ি চালাতে পারবে না বলেও জানান তিনি।

আজ সোমবার সকালে পুলিশ সদর দফতরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হবে জানিয়ে আইজিপি বলেন, কোরবানীর পশুবাহী ট্রাকের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সজাগ রয়েছে। পশুর হাটগুলোতেও পুলিশ মোতায়েন রাখা হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। এজন্য ইতিমধ্যে মনিটরিং সেল করা হয়েছে। যার মাধ্যমে সারাদেশের সাথে যোগাযোগ করা হচ্ছে।

সম্প্রতি সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ছাত্রদের প্রতিবাদ যৌক্তিক ছিল বলে মন্তব্য করে জাবেদ পাটোয়ারী বলেন, এ আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছে।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply