প্রেমিকাকে খুশি রাখতে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাগী আসামি

|

ছবি: সংগৃহীত

প্রেমিকাকে খুশি রাখতে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অপরাধের জগতে জড়িয়ে গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

যুবকের নাম হেমন্ত ‍কুমার রঘু। মেধাবী ছাত্র ছিলেন তিনি। দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। দুবাইয়ে একটি বহুজাতিক সংস্থায় মোটা বেতনে চাকরি করতেন তিনি।

সেখানে বিহার থেকে যাওয়া এক তরুণীর প্রেমে পড়েন এ যুবক। মেয়েটি একটি নাইটক্লাবের নর্তকী ছিল। প্রেমিকার আবদার রাখতে তাকে নিয়ে বিহারের মুজাফফরপুরে চলে যান রঘু। সেখানে প্রেমিকার জন্য বেহিসাবি টাকা খরচ করতে থাকেন। ১৫ বছরের চাকরিজীবনে জমানো সকল টাকা শেষ হলে পা বাড়ান অপরাধের জগতে।

সম্প্রতি এক নারীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার রুপি চুরির অভিযোগে তিন সহযোগীসহ গ্রেফতার হয়েছেন তিনি।

বিহারের পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ এবং দু’টি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মুজাফফরপুরের ডিএসপি মনোজ পান্ডে জানান, রঘু একটি অপরাধচক্র তৈরি করে ফেলেছিলেন। পেশাদার অপরাধীতে পরিণত হয়েছেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply