স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে মোনাজাতের আগেই হৃদরোগে আক্রান্ত্র এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (২২এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কেরামতি উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।
মৃত্যুবরণকারী ওই মুসল্লির নাম শামসুর রহমান (৬৫)। তিনি নাগেশ্বরী পৌরসভার সাঞ্জুয়ারভিটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত. ছকিমুদ্দিন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের নামাজ শেষে খুতবা চলাকালীন সময়ে ওই মুসল্লির আকস্মিকভাবে মৃত্যু হয়। তার সাথে আসা পরিবারের অন্য লোকজন মরদেহ নিয়ে গেছে।
নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
/এনএএস
Leave a reply