বুন্দেসলিগায় বায়ার্নের হার, জয়ে শীর্ষে ডর্টমুন্ড

|

বুন্দেসলিগায় মাইন্সের কাছে হেরেছে বায়ার্ন মিউনিখ। তবে বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্নকে টপকে লিগের শীর্ষস্থান দখল করেছে ডর্টমুন্ড।

চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে পরাস্থ হয়ে বাদ পড়ার পর এবার বুন্দেসলিগাতেও হারলো বায়ার্ন মিউনিখ। যদিও ম্যাচের শুরুতে সাদিও মানের গোলে মাইন্সের বিপক্ষে প্রথম লিড নিয়েছিল বায়ার্ন। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়ায় মাইন্স। ৬৫ মিনিটে লুডভিক আজরকের গোলে সমতায় ফেরে দলটি। ৭৩ মিনিটে মার্টিনসের গোলে লিড নেয় মাইন্স। আর ৭৯ মিনিটে মার্টিন স্কোর শিটে নাম তুললে ৩-১ গোলে হারের লজ্জার সাথে শীর্ষস্থান হারায় বায়ার্ন।

কারণ, পরের ম্যাচে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে বড় ব্যবধানে পরাস্থ করে দুই নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ড বায়ার্নকে টপকে দখল করেছে শীর্ষস্থান। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ১৯ মিনিটে বেলিংহ্যামের গোলে প্রথম লিড নেয় ডর্টমুন্ড। ২৪ মিনিটে স্ট্রাইকার ডোনিয়েল ম্যালেন দলে ব্যবধান দ্বিগুণ করেন। ৪১ মিনিটে ডিফেন্ডার ম্যাট হুমেলসও স্কোর শিটে নাম তুললে ৩-০ এর লিড পায় বরুশিয়া। আর ম্যাচের ৬৬ মিনিটে ডোনিয়েল ম্যালেন নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ এর বড় জয় পায় ডর্টমুন্ড। এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট দলটির।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply