২০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

|

রাশিয়া থেকে অন্তত ২০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) এই সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। খবর রয়টার্সের।

মূলত বার্লিনের দূতাবাস থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের জবাবেই এই সিদ্ধান্ত নিলো মস্কো। গেলো বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে দুই দেশের মধ্যে।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জার্মান দূতাবাসের এক-তৃতীয়াংশ কূটনীতিক এবং কর্মীকে বহিষ্কার করা হবে। বর্তমানে মস্কোর জার্মান দূতাবাসে প্রায় ৯০ জন কূটনীতিক ও কর্মী রয়েছেন। শনিবার ২০ কূটনীতিকের পাশাপাশি অন্তত ১৪ কর্মীকেও বহিষ্কার করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply