পিয়ংইয়ংয়ে সেপ্টেম্বরে দুই কোরিয়ার সর্বোচ্চ নেতার তৃতীয় বৈঠক

|

পিয়ংইয়ং-এ সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের মধ্যেকার তৃতীয় বৈঠক হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সিপিআরস’র চেয়ারম্যান রি সন গোন।

স্থানীয় সময় সোমবার সকালে বৈঠকের দিন-তারিখ ঠিক করার জন্যেই সীমান্ত শহর পানমুনজামে আলোচনায় বসেন দুই কোরিয়ার শীর্ষ সেনা কর্মকর্তারা। সেখানেই আসে এই ঘোষণা।

চেয়ারম্যান রি সন গোন বলেন, গত ২৭ এপ্রিল পানমুনজাম ঘোষণাপত্রে যেসব ইস্যু রাখা হয়েছিলো সেসব ধীরে হলেও পূরণ হচ্ছে। সম্পর্কন্নোয়ন এবং আস্থা বজায় রাখতে তাই তৃতীয় দফায় পিয়ংইয়ং-এ বৈঠকে বসবেন দুই কোরিয়ার শীর্ষ নেতারা। তিনি প্রত্যাশা করে বলেন, সেই আলোচনায় গুরুত্বপূর্ণ কোন কর্ম-পরিকল্পনা আসবে।

কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত এপ্রিল মাসে প্রথমবার কিম-মুন বৈঠক হয় সীমান্তে। সে সময়, কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানা, যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারের মধ্যে পুর্ণমিলনসহ বেশ কয়েকটি শর্তের ব্যাপারে সমঝোতায় আসেন দুই নেতা।

এরপরই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উনের ঐতিহাসিক বৈঠক হয়। বিতর্ক থাকলেও উত্তর কোরিয়ার দাবি, ধাপে-ধাপে দেশটি পূরণ করছে প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী, পরমাণু নিরস্ত্রীকরণের পথেও এগোচ্ছে পিয়ংইয়ং।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply