কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার

|

কক্সবাজারে ভেসে আসা মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজারের নাজিরারটেক এলাকায় এসব মরদেহ ভেসে আসে।

স্থানীয়রা খবর দিলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ফলে তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তে ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে কাজ করছে। সাগরে জলদস্যুতা কারণে এ ঘটনা বলে ঘটতে পারে বলে মনে করেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

পুলিশের ধারণা, নিহতরা গভীর সাগরে জলদস্যুদের কবলে পড়েছিল অথবা নিজেরা দস্যুতা করতে গিয়ে জেলেদের হাতে ধরা পড়েছিল।

গত দুই সপ্তাহ আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে ডাকাতি করতে গিয়ে একদল জলদস্যু জেলেদের হামলার শিকার হয়েছিল। এ পর্যন্ত দস্যুবাহিনীর সে ট্রলারটির কোনো হদিস পাওয়া যায়নি। ভেসে আসা ট্রলারটির মরদেহগুলো জেলেদের হামলার স্বীকার হওয়া দস্যুদের বলে ধারণা করছে অনেকে। আবার বিদেশে পাঠানোর কথা বলে আদম পাচারকারীদের খপ্পরে পড়তে পারে বলেও ধারণা অনেকের। মরদেহগুলো গলিত। কয়েকদিন আগে তাদেরকে সাগরে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ পুলিশের।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply