মক্কায় সাকিব

|

হজ পালনে মক্কায় অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গেছে, সেখানে তিনি সৌদি রাজপরিবারের আতিথ্য গ্রহণ করবেন। রোববার রাত ১১টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন সাকিব।

সাকিবের সাথে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রি যাবেন বলে অনেকে ধারণা করলেও সেটি ঘটেনি।

হজে যাওয়া নিয়ে গেল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন সাকিব। লেখেন, এই পবিত্র জিলহজ মাসে একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সবার নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply