সফলতার জন্য দেশবাসীর প্রতি আবদুল হামিদের কৃতজ্ঞতা প্রকাশ

|

যেটুকু সফলতা তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি হলেও নিজেকে সাধারণ মানুষ ভাবতে পছন্দ করেন। হাওর এলাকা কিশোরগঞ্জে বেশি সময় দেবেন তিনি।

ভবিষ্যতে দেশে সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে বলে এ সময় উল্লেখ করেন আবদুল হামিদ।

এর আগে, সকালে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের আবদুল হামিদ জানান, দেশের মানুষের সম্মানহানি হয় এমন কোনো কাজ করবেন না। মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই পরিচ্ছন্ন থাকবে রাজনীতির অঙ্গণ।

সদ্য বিদায় নেয়া এই রাষ্ট্রপ্রধান আরও বললেন, মানুষের দেয়া সম্মান ধরে রাখতে চাই। লেখালেখি আর বই পড়েই অবসর সময় কাটাতে চাই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply