ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, প্রথমদিনে গ্রাহক উপস্থিতি বেশ কম

|

ঈদের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) খুলেছে অফিস। চালু হয়েছে ব্যাংক-বীমা-পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম। এদিন সকালের দিকে গ্রাহক-বিনিয়োগকারীর উপস্থিতি ছিল বেশ কম। আগের সূচিতেই ফিরেছে ব্যাংকিং কার্যক্রম। লেনদেন শুরু হয় সকাল ১০টায়, শেষ হয়েছে ৩টা পর্যন্ত।

ব্যাংকাররা বলছেন, ঈদের ছুটির মধ্যেও তিনদিন শিল্প ও বাণিজ্যিক এলাকায় শাখা কার্যক্রম চলছে। এর পাশাপাশি এটিএম, পয়েন্ট অব সেলস, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপ সেবা নিয়েছেন অনেক গ্রাহক। এ কারণে ব্যাংকে নগদ টাকা তোলা ও জমা দেয়ার চাপ নেই। ছুটিতেও আছেন অনেক ব্যাংকার। সব মিলিয়ে ব্যাংকিং কার্যক্রমে গতি ফিরতে সময় লাগবে আরও ১-২ দিন।

এদিকে, পুঁজিবাজারও আগের সূচিতে ফিরেছে। এখানেও বিনিয়োগকারীর উপস্থিতি তুলনামূলক কম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply