চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার

|

চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

অ্যান্টনি আলবানিজ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক খাতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। তাৎক্ষণিকভাবে এই খাতে সরকার ১ হাজার ৯শ’ কোটি ডলার ব্যয় করবে। এরমধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্যও বরাদ্ধ থাকছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে সামরিক সক্ষমতা বাড়িয়ে আসছে বেইজিং। যার প্রভাব পড়ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। সেই হুমকি মোকাবেলা করতেই এই উদ্যোগ বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply