শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পূর্বনির্ধারিত ১৫ দিনের সফরে সকালে ঢাকা ছাড়ার আগে এটি উদ্বোধন করেন তিনি।

এরপর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি টোকিও’র উদ্দেশে রওনা হন।

সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে।

টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে সেখানে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। সেখান থেকে ৪ মে যুক্তরাজ্য সফর করবেন। ৬ মে যোগ দেবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। এ ছাড়া লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply