ছাত্র আন্দোলন: নারায়ণগঞ্জে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা

|

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে:

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গড়ে উঠা ছাত্রআন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জে মামলা হয়েছে। গত ৫ আগস্ট নারায়ণগঞ্জে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশের কাজে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রোববার রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদি হয়ে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ।

ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের দিন অজ্ঞাত ৫০-থেকে ৬০ জন উৎশৃঙ্খল জনতা নগরীর চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর, পুলিশের কাজে বাধা প্রদান, সড়কে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে অশোভন আচরণ করে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply