হাইতিতে গ্যাং সদস্য সন্দেহে ১৩ জনকে পুড়িয়ে মেরেছে জনতা

|

ক্যারাবিয়ান দেশ হাইতিতে গ্যাং সদস্য সন্দেহে ১৩ জনকে পুড়িয়ে মেরেছে জনতা। এ ঘটনায় রাজধানী ও আশপাশে ছড়িয়ে পড়ে সহিংসতা। খবর রয়টার্সের।

সোমবার (২৪ এপ্রিল) গাড়ি তল্লাশির সময় অস্ত্রসহ সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা মারধর করে আগুন ধরিয়ে দেয় তাদের গাড়িতে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটিতে প্রতিনিয়ত গ্যাং সহিংসতার ঘটনা বাড়ছে। চলতি মাসেই এ পর্যন্ত প্রায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। ২০২১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জোভেনেল মোইস হত্যার পর থেকেই বিভিন্ন গ্যাং তাদের তৎপরতা বাড়াতে থেকে। এসব গ্যাং চক্র দমনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে হাইতি সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply