সিনেমা হলে ঢুকে ঘুরে বেড়ালো ‘মুজ, খেলো পপকর্ন

|

সিনেমা হলে ঢুকে পড়লো হরিণ জাতীয় প্রাণী মুজ। এমন দৃশ্য দেখা গেলো যুক্তরাষ্ট্রের আলাস্কার এক থিয়েটারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মুজের ঘোরাফেরার চিত্র। খবর রয়টার্সের।

সিনেমা হলে ঢুকে পড়ার পর এদিক-ওদিক ঘুরে বেড়ায় প্রাণীটি। নিরাপত্তা প্রহরীকে থোড়াই কেয়ার করে এগিয়ে যায় কাউন্টারের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা কর্মীকেও বিশেষ পাত্তা দেয় নাই মুজটি। পপকর্ন পেয়েই সাবাড় করে দেয়। ডাস্টবিন থেকেও সংগ্রহ করে খাবার। খেয়েদেয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে লবিতে। এরপর চলে যায় বাইরে। পুরো ঘটনাটি উপভোগ করে সিনেমা হলের কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply