রাজধানীর শাহজাদপুরে ভিক্টর ক্লাসিকের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম শামসুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক বাসটি।
/এমএন
Leave a reply