এবার ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাংক নামাচ্ছে রাশিয়া। ‘টি-১৪ আরমাটা’ নামের এই ট্যাংক এখনো কোনো অভিযানে ব্যবহার করেনি রাশিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মানুষবিহীন এই ট্যাংকে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর ক্রু-সদস্যরা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে এটি পরিচালনা করতে পারেন। এই ট্যাংকের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার।
এই ট্যাংক ১২৫ মিলিমিটারের গোলা প্রায় ১২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এখন পর্যন্ত ৪০টি আরমাটা ট্যাংক যোগ হয়েছে রুশ সমরভাণ্ডারে। ধারণা করা হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধে বড় ব্যবধান গড়ে দেবে এসব ট্যাংক।
এদিকে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে অত্যাধুনিক ট্যাংক পাঠাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মূলত ন্যাটো এবং ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সহায়তা দেয়া ট্যাংকগুলোর মোকাবেলা করতেই রাশিয়া তড়িঘড়ি এসব ট্যাংক নামাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইউএইচ/
Leave a reply