যাত্রীর পেট থেকে বের হলো আড়াই কেজি সোনা

|

সিলেট ব্যুরো:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পেট ও জুতার ভেতর থেকে ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার বিকেলে ৫টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯৫ ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই ফ্লাইটের যাত্রি ইয়াসমিন সুলতানাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরের সহকারি কাস্টসম কর্মকর্তা আতিকুর রহমান জানান, ইয়াসমিন সুলতানা নামের ওই মহিলা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার পেট এবং জুতার ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার বের করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১কোটি ২০ লক্ষ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply