পবিত্র ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহার ঈদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
কাদের বলেন, আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি। কাজেই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি।
এ সময় সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬শ’ ৬০ কোটি টাকা। আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ জমা দেয়া হবে। এছাড়া সড়কে নিরাপত্তা রক্ষায় বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দুর্ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
ইউএইচ/
Leave a reply