রুশ নিয়ন্ত্রিত খারকিভের একটি জাদুঘরে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত দুই বেসামরিক। এই সহিংসতায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (২৫ এপ্রিল) খারকিভের একটি স্থানীয় জাদুঘরে এ হামলা চালানো হয়। হামলার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে কিয়েভ। তাদের দাবি, এস থ্রি হান্ড্রেড মিসাইল দিয়ে স্থানীয় জাদুঘরটিতে হামলা চালানো হয়েছে।
বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। অবশ্য এ বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি মস্কো। মিসাইল হামলা প্রতিরোধে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে এদিন বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে মস্কো। নিপ্রো নদীর পশ্চিম দিক থেকে রুশ সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেছে কিয়েভ।
এসজেড/
Leave a reply