‘বেপরোয়া দাদু’র মতো নির্বাচনে দাঁড়াচ্ছেন বাইডেন, বিদ্রুপ সাবেক রুশ প্রেসিডেন্টের

|

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের রেশারেশি আরও প্রবল আকার ধারণ করেছে। প্রতিনিয়তই দেশ দুটি ক্ষোভ প্রকাশ করছে একটি আরেকটির বিরুদ্ধে। এরই মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্টের বয়স নিয়ে বিদ্রুপ করলেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জো বাইডেনকে প্রকাশ্যে ‘দাদু’ সম্মোধন করে ঠাট্টা করেছেন তিনি। খবর ডেইলি মেইলের।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে করা একটি পোস্টে এমন মন্তব্য করেন দিমিত্রি মেদভেদেভ। মূলত, ২০২৪ সালের আসন্ন নির্বাচনে ফের প্রার্থিতা ঘোষণা করছেন বাইডেন। এরই জেরে তার বয়স নিয়ে ঠাট্টা করেন মেদভেদেভ।

পোস্টে তিনি লেখেন, একজন বেপরোয়া দাদুর মতোই বাইডেন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মার্কিন সেনাবাহিনীর জায়গায় থাকলে বাইডেন জিতলে দেশটির যে অপূরণীয় ক্ষতি হবে তা এড়াতে পদক্ষেপ নিতাম।

এর আগে, ২৫ এপ্রিল ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন জো বাইডেন। ৮১ বছর বয়সী বাইডেন এবারের নির্বাচনেও জয়ী হলে সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজেই নিজের রেকর্ড ভাঙবেন বাইডেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply