আর্সেনালের জালে ম্যানসিটির ১ হালি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিয়েছে সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনার জোড়া গোলের পাশাপাশি অবদান রাখেন স্টোন্স ও হাল্যান্ড।

ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেয় ম্যানসিটি। খেলার ৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে হাল্যান্ডের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে স্কোর লাইন ১-০ করেন কেভিন ডি ব্রুইনা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জন স্টোন্সের গোলে ব্যবধান দ্বিগুণ করে গার্দিওলার শিষ্যরা। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও হাল্যান্ডের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ৩-০ করেন ব্রুইনা। মাঝে ৮৬ মিনিটে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে মোহাম্মদ সালাহকে ছাড়িয়ে গেলেন আরলিং হাল্যান্ড।

প্রিমিয়ার লিগ যুগে এক আসরে অ্যালেন শিয়েরার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড ছুতেঁ আর মাত্র একটি গোল দরকার এই নরওয়েজিয়ানের।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply