খুলনায় বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, বিদ্যুৎবিচ্ছিন্ন একাধিক এলাকা

|

খুলনা ব্যুরো:

খুলনার একটি আবাসিক এলাকার বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ঘটে এ ঘটনা। ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, এদিন হঠাৎ একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা বৈদ্যুতিক পোলসহ আশপাশে থাকা আবাসিক বাড়ির বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক দূর থেকেও আগুনের ধোঁয়া দেখা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা ও আশপাশের অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply