দুঃসময়ে টেন্ডুলকার পুত্রের পাশে ব্রেট লি

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট ঈশ্বর শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। সবশেষ পাঞ্জাবের সাথে ম্যাচে খেই হারান তিনি। ৩ ওভারের স্পেলে খরচা করেন ৪৮ রান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন অর্জুন। তবে এমন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন অস্ট্রেলিয়ার পেস লিজেন্ড ব্রেট লি’কে। সমালোচনায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকার পরামর্শ সাবেক এ অজি গ্রেটের।

মাত্রই শুরু হলো আইপিএল যাত্রা। ৪ ম্যাচের ক্যারিয়ারে মুদ্রার এপিঠ-ওপিঠ দুই পিঠই দেখে ফেলেছেন অর্জুন টেন্ডুলকার। নামের শেষে টেন্ডুলকার সার নেমের কারণেই চর্চাটাও স্বাভাবিকের চেয়ে বেশি হয় শচীনপুত্রের ক্ষেত্রে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ওভারে দারুণ বল করে যেমন প্রশংসায় ভেসেছেন, ঠিক পরের ম্যাচেই পাল্টে গেল দৃশ্যপট। প্রশ্ন উঠে সম্ভাবনাময় এ ক্রিকেটারের বোলিং অ্যাকশন ও গতি নিয়ে। কঠিন সময়ে নিজের পাশে পাচ্ছেন সাবেক ফাস্ট বোলার ব্রেট লি’কে। এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়ার পরামর্শ এই অজি তারকার।

অর্জুন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি বলেন, অর্জুনের গতিতে কোনো সমস্যা নেই। সন্দীপ শর্মা ১২০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছে। অর্জুনের বলের গতি এর থেকেও বেশি। ওর দারুণ সব স্কিল আছে। সঠিক জায়গায় তা প্রয়োগ করতে পারলে যেকোনো ব্যাটারের জন্য অস্বস্তির কারণ হবে অর্জুন।

ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্যাম কারান ও হারপ্রীত সিংয়ের ঝড়ের তোপে পড়েন অর্জুন। দেন এক ওভারে ৩১ রান। সব মিলিয়ে ৩ ওভারের স্পেলে খরচ করেন ৪৮ রান। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন তিনি। তবে সমালোচকদের ‘কি-বোর্ড যোদ্ধা’ অ্যাখ্যা দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকার পরামর্শ ব্রেট লি’র।

ব্রেট লি আরও বলেন, অর্জুনের বয়স সবে ২৩ বছর। পুরো ক্যারিয়ার পড়ে আছে ওর সামনে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছে, তারা কেউ জীবনে একটা বলও করেনি। তারা কেবলই কি-বোর্ড যোদ্ধা।

প্রসঙ্গত, আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে অর্জুনের অভিষেক হয় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে উইকেটশূন্য থাকা এ বাঁহাতি পেসার পরের ম্যাচেই হায়দ্রাবাদের বিপক্ষে পাওয়ার প্লে ও ডেথ ওভারে করেন দুর্দান্ত বোলিং।

/এসএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply