পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান

|

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আল জাজিরার’র।

বিবৃতিতে বলা হয়, ওমান সাগরে ইরানি একটি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় ঐ ট্যাংকার। আহত করে নাবিকদের। এরপরই, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু, সেনাবাহিনীর কয়েকটি দল ধাওয়ার পর, আটক করে ট্যাংকারটি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ট্যাংকারে মার্শাল আইল্যান্ডের পতাকা রয়েছে; নিখোঁজ দু’জন ক্রুও। মেরিন ট্র্যাফিক ডট কমের তথ্য অনুসারে, কুয়েত ছেড়ে আসা ট্যাংকারটির গন্তব্যস্থল ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। এ ব্যাপারে, ইউএস ফিফথ্ ফ্লিট একটি বিবৃতি প্রকাশ করেছে।

তারা অভিযোগ করেছে, আন্তর্জাতিক সমুদ্রসীমায় নীতিমালা লঙ্ঘন করলো ইরান। অযথাই হয়রানি করছে বিদেশি নৌযানকে। অবিলম্বে, তেলবাহী ট্যাংকারটি ছাড়ার আহ্বানও জানায় মার্কিন কর্তৃপক্ষ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply