শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওশানা আক্তারের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নদীর বানিয়াদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইছাপুরা নৌ পুলিশের এসআই মাহাবুব জানান, গত বুধবার (২৬ এপ্রিল) দুপুরে শীতলক্ষ্যা নদীর বানিয়াদী খেয়াঘাট থেকে পরিবারের সাথে নৌকা পারাপারের সময় একটি পাথর বোঝাই জাহাজ ধাক্কা দিলে ১০ জন যাত্রীসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে ৯ জনকে অন্যান্য নৌকার মাঝিরা উদ্ধার করেন। এ সময় নিখোঁজ হয় ওশানা আক্তার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিখোঁজের পর থেকে টানা দুইদিন চেষ্টা চালিয়ে বিফল হলে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উদ্ধার তৎপরতা বন্ধ করেন। পরদিন শুক্রবার সকালে বানিয়াদী স্লুইস গেইটের সামনে নিখোঁজের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় অভিযুক্ত জাহাজটি আটকের পাশাপাশি জাহাজের চার কর্মচারীকে আটক করেছে নৌ পুলিশ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply