ভোলায় আরেকটি নতুন কূপে গ্যাসের সন্ধান

|

ভোলায় ইলিশা-১ নামের আরেকটি নতুন কূপে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় কোম্পানি- বাপেক্স। গত ডিসেম্বরে কুপটির খনন কার্যক্রম শুরু হয়। ৩ হাজার ৪শ’ ২৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয় এই কুপটি।

শুক্রবার (২৮ এপ্রিল) সফলভাবে এর ডিএসটি কার্যক্রম শুরু হয়েছে। ১৫ মে’র মধ্যে পরীক্ষামূলকভাবে গ্যাস উৎপাদন শুরু করবে বাপেক্স। এতে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা বাপেক্সের।

ইতোপূর্বে ভোলায় আরও ছয়টি কূপ খনন করা হয়েছে। দুই বছর আগে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে গ্যাসের জন্য সম্ভাবনাময় বিবেচিত ভোলার তিনটি স্থানে গ্যাসের সন্ধান পায়। পরে সেগুলোর নাম দেয়া হয় ইলিশা-১, ভোলা নর্থ-২ ও টবগী-১ গ্যাস কূপ। এগুলো নিয়ে দ্বীপ জেলা ভোলায় মোট গ্যাস কূপের সংখ্যা দাঁড়ায় ৯টি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply