পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর লাউকা‌ঠি ইউ‌নিয়নে ক্ষেত্রের মুগ ডাল তুল‌তে গিয়ে মো. আলমগীর খান (৫০) নামের এক কৃষক বজ্রাহত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন পটুয়াখালী সদর থানার ও‌সি মো. ম‌নিরুজ্জামান।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার সময় ওই ইউ‌নিয়নের দ‌ক্ষিণ জামুরা গ্রামের শিফাই বাড়ির প‌শ্চিম পা‌শে এ ঘটনা ঘ‌টে।

লাউকা‌ঠি ইউ‌নিইয়নের চেয়ারম্যান মো. ই‌লিয়াছ বাচ্চু জানান, ঘটনার সময় আলমগীর ক্ষেতে মুগ ডাল তুল‌ছিলেন। এ সময় আচমকা বজ্রাহ‌তে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান। বজ্রপা‌তের শব্দ শুনে ক্ষেতের পা‌র্শ্ববর্তী বাড়ির লোকজন ছু‌টে আস‌লে রক্তাক্ত অবস্থায় আলমগীরকে দেখ‌তে পে‌য়ে জনপ্রতি‌নি‌ধি‌দের খবর দেন।

তি‌নি আরও জানান, বজ্রাহ‌তের পর ঘটনাস্থ‌লে মৃত অবস্থায় প‌ড়ে ছিলেন আলমগীর। প‌রিবা‌রের সা‌থে আ‌লোচনা ক‌রে মৃত আলমগী‌রের জানাজাসহ পরব‌র্তী কার্যক্রম শুরু করা হ‌বে।‌

পটুয়াখালী সদর থানার ও‌সি মনিরুজ্জামান জানান, স্থানীয় চৌ‌কিদার‌কে ঘটনাস্থ‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ওই চৌ‌কিদার আলমগী‌রের মৃট্যুর সংবাদ নি‌শ্চিত ক‌রে‌ছেন। স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও মৃতের প‌রিবা‌রের সা‌থে আ‌লোচনা ক‌রে পরব‌র্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply