যুক্তরাষ্ট্রে ফের দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও এক মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আলাস্কায় প্রশিক্ষণরত দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এক মার্কিন সেনা কর্মকর্তা জানান, এএইচ-64 অ্যাপাচি হেলিকপ্টার দুটি আলাস্কায় প্রশিক্ষণ শেষে ফিরছিল। এ সময় হিলিতে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার সময় উভয় হেলিকপ্টারে দুজন করে মোট ৪জন সেনা সদস্য ছিলেন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ঘটলো এমন সংঘর্ষের ঘটনা। এর আগে গত মার্চে কেন্টাকিতে প্রশিক্ষণের সময় দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েক জন সেনা সদস্যের মৃত্যু হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বার ঘটলো এ দুর্ঘটনা।
এসজেড/
Leave a reply