তিউনিসিয়া উপকূলে আরও ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

|

তিউনিসিয়া উপকূল থেকে আরও ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এ নিয়ে গত ১০ দিনে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরেই মরদেহগুলো সাগরে ভাসছিল। এর আগে বুধবার ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী দুটি নৌকা ডুবে যায়। গত সপ্তাহে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করে তিউনিসিয়া কোস্টগার্ড। এরমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত চার শতাধিক অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply