সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি অনেক ফুটবল খেলেছে: আইনমন্ত্রী

|

ছবি: আইনমন্ত্রী আনিসুল হক

আখাউড়া প্রতিনিধি:

বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশের সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি স্বৈরাচার আমলে অনেক ফুটবল খেলেছে। এমন মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে।

তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যেভাবে লেখা আছে সেভাবেই জনগণকে মেনে চলতে হবে। আমরা মনে করি, সেটাই আইনের সু-শাসন। আইনের শাসনই দেশে আছে এবং নৈরাজ্য নেই।

তিনি আরও বলেন, দেশে এখন হত্যার বিচার হয়না এমন কথা কেউ বলতে পারবে না। এই যে বক্তৃতা দিতে পারছে, কথা বলতে পারছে এটাই গণতন্ত্র।

এসময় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply