ঈদযাত্রা শেষে আজও ঢাকায় ফিরছে মানুষ, দৌলত‌দিয়া ঘাটে নেই ভোগা‌ন্তি

|

রাজবাড়ী প্রতিনি‌ধি:

ঈদের অষ্টম দি‌নেও দে‌শের ২১ জেলার গুরুত্বপূর্ণ স্থলপথ রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাট ব‌্যবহার করে ঢাকায় ফির‌ছেন অসংখ্য মানুষ। ফ‌লে লঞ্চ ও ফে‌রি ঘা‌টে র‌য়ে‌ছে যাত্রী ও যানবাহ‌নের বাড়‌তি চাপ। ত‌বে ঘা‌টে নাই কোনো ভোগা‌ন্তি।

শ‌নিবার (২৯ এপ্রিল) সকাল থে‌কে দুপুর পর্যন্ত ঘাট এলাক‌া ঘু‌রে এমন চিত্র দেখা গেছে। ত‌বে বেলা গড়ানোর সা‌থে সা‌থে যাত্রী ও যানবাহ‌নের চাপ বাড়‌বে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

এদি‌কে ফেরি ঘা‌টের তুলনায় লঞ্চ ঘা‌টে যাত্রীদের চাপ বে‌শি লক্ষ‌্য করা গে‌ছে। এছাড়া দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে ফে‌রির অপেক্ষায় যাত্রীবাহী যানবাহ‌নের চাপ কিছুটা থাক‌লেও, নেই ছোট গাড়ি বা মোটরসাইকে‌লের চাপ।

বিআইড‌ব্লিউটি‌সি ও বিআইড‌ব্লিউটি‌এ দৌলত‌দিয়া ঘাট সূত্রে জানা ‌গে‌ছে, বর্তমা‌নে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ছোট-বড় ২০টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল কর‌ছে। যার কার‌ণে ঈদ শে‌ষে কর্মস্থ‌লে ফেরা মানুষ দৌল‌তদিয়া প্রা‌ন্তে কোনো রকমের দু‌র্ভো‌গের শিকার হ‌চ্ছে না। গতকাল চাপ একটু বে‌শি থাক‌লেও আজ অনেকটা স্বাভাবিক। তাছাড়া ঘা‌টে পর্যাপ্ত ফে‌রি ও লঞ্চ রয়ে‌ছে। ফ‌লে যাত্রীরা এসেই নদী পার হ‌তে পার‌ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply