Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে ইটবোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মিঠুন হোসেন দয়াল নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নিহত মিঠুনের ভাই ট্রলিটির চালক হাসান হোসেন। শনিবার (২৯ এপিল) সকালে আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন হোসেন দয়াল আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাবু মিয়ার ছেলে। আহত হাসান হোসেন মিঠুন হোসেন দয়ালের আপন ভাই।

আক্কেলপুর থানা পুলিশ জানায়, সকালে মিঠুন ও তার ভাই হাসান শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে রায়কালীর দিকে যাচ্ছিলেন। হাসান গাড়ি চালাচ্ছিলেন এবং অপর ভাই মিঠুন গাড়ির হেলপার ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই ভাই আহত হন। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।

এটিএম/

Exit mobile version