৬০০ সন্তানের বাবাকে এবার থামতে বললো আদালত

|

সারা পৃথিবীতে ৬০০ সন্তানের বাবা হওয়া নেদারল্যান্ডসের এক ব্যক্তিকে এবার থামার নির্দেশ দিয়েছেন একটি ডাচ আদালত। ওই ব্যক্তিকে যেন আর শুক্রাণু দানের অনুমতি দেয়া না হয়, মামলার রায়ে এ নির্দেশ দেয় আদালত।

শুক্রবার (২৮ এপ্রিল) আদালত তার অবাধ শুক্রাণু দানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আর তা অমান্য করলে ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে। খবর ডেইলি মেইলের

আদালত রায়ে জানায়, জোনাথন মেইজে নামের ওই ব্যক্তি আর কোনো হাসপাতালে শুক্রাণু দান করতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে তাকে ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে।

বিশ্বের যেসব হাসপাতালে শুক্রাণু সংরক্ষিত আছে, সেসব হাসপাতালে ওই ব্যক্তির সব শুক্রাণু ধ্বংস করে ফেলার জন্য জোনাথনকে চিঠি লিখে জানানোরও নির্দেশ দিয়েছেন আদালত। তবে ইতোমধ্যে তার শুক্রাণু থেকে যারা মা–বাবা হয়েছেন শুধু তারা চাইলে সংরক্ষিত শুক্রাণু নিতে পারবেন।

নেদারল্যান্ডসের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ জন সন্তানের বাবা হতে পারবেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply