প্রত্যোকটি মানুষের থাকে ইচ্ছে বা স্বপ্ন। স্বপ্নবিহীন মানুষ প্রায় মৃতই বলা চলে। মানুষ আশায় বাঁচে। বাঁচে স্বপ্নের শক্তিতে। স্বপ্ন থাকে বলেই মানুষ হারতে হারতে জিতে যায়। ধ্বংসের প্রান্ত থেকে ঘুরে দাঁড়ায় নির্মাণের নতুন নকশা বুকে নিয়ে।
কিন্তু কীভাবে সূচনা হলো এই দিবসের? যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনটি চালু হয়। লিউকোমিয়ায় আক্রান্ত সাত বছরের ক্রিস গ্রেসিয়াস বড় হয়ে পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিল। এটি জানতে পেরে স্থানীয় পুলিশ বিভাগ ক্রিসকে এক দিনের জন্য পুলিশ বানিয়ে তার স্বপ্ন পূরণ করে। দিনটি ছিল ১৯৮০ সালের ২৯ এপ্রিল।
এর বেশ পর, ২০১০ সাল থেকে দিনটি উইশ ডে হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হতে থাকে। ইচ্ছে, স্বপ্ন, শখ, আকাঙ্ক্ষা, যা-ই বলি না কেন, মূলত এটিই জীবনের জ্বালানি। ব্যক্তিভেদে ইচ্ছেটা হতে পারে বিশাল কিংবা খুব ছোট্ট। কিন্তু এর গুরুত্ব কোনোভাবেই কম কিছু নয়।
এটিএম/
Leave a reply