পাবনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

|

প্রতীকী ছবি।

পাবনা প্রতিনিধি:

পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, আটঘরিয়ার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এনামুল হক (১৮), আমিনপুরের কৃষক মনিরুজ্জামান জলম (৪০) ও সুজানগরের কৃষক রফিকুল ইসলাম (৪২)।

এ প্রসঙ্গে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, এনামুল হক বিকেলে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

আমিনপুর থানার ওসি আমিনুল ইসলাম আমিন এ প্রসঙ্গে জানান, কৃষক মনিরুজ্জামান বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে মৃত্যু হয়।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, দুপুরের খাওয়া শেষ করে বিলে কৃষিকাজ করছিলেন রফিক। বিকেলে বৃষ্টিপাতের মধ্যে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply