Site icon Jamuna Television

সপ্তাহে ৫ দিন বাবার কাছে, দুইদিন মায়ের কাছে থাকবে সন্তান

চট্টগ্রামের রোমানা ও মঈনুল দম্পত্তির দুই শিশু সন্তানের অভিভাবকত্বের দ্বন্দের বিষয়ে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

দুই সন্তানকে সপ্তাহে ৫ দিন বাবার কাছে এবং দুইদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

বাচ্চাদের আনা নেয়া সহ পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরকে। এর মধ্য প্রতি সপ্তাহে একজন দক্ষ সাইকোলজিস্ট দ্বারা শিশুদের কাউন্সেলিং এর নির্দেশ দেন আদালত।

পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে আগামী ০৪ অক্টোবর প্রতিবেদন দেয়ার জন্য চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়।

Exit mobile version