গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাব্য সরকার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকায় ওই ছাত্রের বাসা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কাব্য ওই এলাকার কাপড় ব্যবসায়ী শ্রী লিটন সরকারের ছেলে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। আজ (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল।
স্বজনদের দাবি, কাব্য ও তীর্থ জমজ দুই ভাই একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। কিন্তু হঠাৎ করে কাব্য পরীক্ষা দেবে না বলে জানায়। এ নিয়ে রাগারাগি করলে অভিমান করে কাব্য। পরে সকলের অজান্তে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। তাদের ধারণা, পরীক্ষা দেয়ার ভয়ে কাব্য আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা ও সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষা দেয়ার ভয় ও বাবা-মার সঙ্গে অভিমান করে কাব্য আত্মহত্যা করেছে। তবে অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএআর/
Leave a reply