Site icon Jamuna Television

বন্ধু রাষ্ট্রগুলোর কাছে তেল বিক্রি করবে রাশিয়া

ছবি : সংগৃহীত

বন্ধু রাষ্ট্রগুলোকে তেল দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরনো নির্দেশনায় কিছু সংশোধনের পর এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি। খবর সিসিটিভি প্লাসের।

শুক্রবার (২০ এপ্রিল) থেকেই সিদ্ধান্তটি কার্যকর ধরা হয়েছে বলে জানিয়েছে মস্কো। গত বছর শেষের দিকে আরেকটি ডিক্রি জারি করেছিলেন পুতিন। যেখানে পশ্চিমা দেশগুলোর বেধে দেয়া দামে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়।

এরআগে গত ডিসেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন ও জি সেভেন গোষ্ঠী। যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই নির্ধারিত মূল্যে তেল কিনতে চাইবে তাদের কাছে বিক্রি না করার নির্দেশ দেন পুতিন।

এএআর/

Exit mobile version