রাজার রাজ্যাভিষেক উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে যুক্তরাজ্য

|

যুক্তরাজ্যে চলছে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের নজরকাড়া প্রস্তুতি। সাজসজ্জা, ধর্মীয় রীতির পাশাপাশি রাজকীয় বাহিনীর মহড়ায় অংশ নিয়েছেন হাজারও সৈন্য। খবর সিএনএন এর।

আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে মসনদে বসবেন রাজা চার্লস। সে উপলক্ষ্যে শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছায় পবিত্র পাথর হিসেবে পরিচিত ‘স্টোন অব ডেসটিনি’। এর ওপরই রাখা হয় রাজার মুকুট। এরই মধ্যে সংস্কারের পর পুরোপুরি তৈরি রাজকীয় আসন। ১৩৯৯ সাল থেকে রাজা বা রানীদের অভিষেকে এটি ব্যবহৃত হচ্ছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

৭৪ বছর বয়সী রাজার শপথ গ্রহণের আয়োজনে উপস্থিত থাকবেন আমন্ত্রিত দুই হাজার অতিথি। সে তালিকায় রাজপরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply