ফখর জামান যখন মাঠে ব্যাট হাতে এরকম দিন কাটান, প্রতিপক্ষের খুব কম কিছুই করার থাকে। তবে পাকিস্তানের এই ওয়ানডে ওপেনারের বিশেষত্ব হচ্ছে, এরকম দিন তিনি প্রায়ই কাটাচ্ছেন। টানা তৃতীয় ওডিআই সেঞ্চুরি করলেন তিনি, সেটাও ১৪৪ বলে ১৮০ রানের এক দানবীয় ইনিংস। আর এতেই নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের দেয়া ৩৩৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৭ উইকেট ও ১০ বল হাতে রেখেই।
রাওয়ালপিণ্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের ওপেনিং জুটি থেকে আসে ৩৩ রান। জুটি ভাঙে ১৯ রানে উইল ইয়াং আউট হলে। অর্ধশতক হাকিয়ে ৫১ রানে হারিস রউফের শিকার হন চ্যাড বোউস। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি পূর্ণ করেন ড্যারিল মিচেল। ১১৯ বলে ১২৯ রান করে নাসিম শাহ’র বলে আউট হন তিনি। ড্যারিল মিচেলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়।
অন্যদিকে, মাত্র ২ রানের আক্ষেপে সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক টম ল্যাথাম। তৃতীয় উইকেট জুটিতে ড্যারিল মিচেল ও টম ল্যাথাম যোগ করেন ১৮৩ রান। ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ৭৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন হারিস রউফ।
জবাবে ব্যাট করতে নেমে ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ফখর জামান ও ইমাম উল হক। তিনে নেমে বাবর আজম ১৩৫ রানের জুটি গড়েন ফখর জামানের সঙ্গে। রান তাড়ার কোনো চাপ দেখা যায়নি এই দুই ব্যাটারের খেলায়। ৬৫ রান করে আউট হন বাবর। এরপর আব্দুল্লাহ শফিকও দ্রুত ফেরেন সাজঘরে।
তবে একপ্রান্তে ঠিকই ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছেন ফখর। তার সাথে পাল্টা আক্রমণে যোগ দেন মোহাম্মদ রিজওয়ান। এই দুইজনের অবিচ্ছিন্ন জুটিতেই ১০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১৭ চার আর ছয়টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল ফখর জামানের ইনিংস। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন ৫৪ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
/এম ই
Leave a reply