সিগারেট দিতে রাজি না হওয়ায় দিল্লির পার্কে যুবককে ছুরিকাঘাত

|

সিগারেট দিতে রাজি না হওয়ায় এক যুবককে ছুরিকাঘাত করেছেন দু’জন দুর্বৃত্ত। রাতে পার্কে ঘোরাফেরা করার সময় তার কাছে সিগারেট চেয়েছিলেন ওই দুই ব্যক্তি। সিগারেট না দেয়ায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে ওই ভুক্তভোগী যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির একটি পার্কে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ছুরিকাঘাতে জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। এই অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র এবং চেতন ওরফে লাকি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উত্তর-পূর্ব দিল্লির নন্দনগরী এলাকার একটি পার্কে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হয়েছেন ফাহিম নামে এক যুবক। ওই যুবকের দাবি, নন্দনগরী পার্কে ঘোরাঘুরির সময় দু’জন অচেনা ব্যক্তি তার কাছ থেকে সিগারেট চেয়েছিলেন। তবে তাদের সিগারেট দিতে চাননি তিনি। সে জন্যই তাকে ছুরি মেরেছেন ওই ব্যক্তিরা।

এদিকে, নন্দনগরী থানার এক কর্মকর্তার দাবি, দুই গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতার জেরেই এই হামলা হয়েছে। ৫ মাস আগে ওই দুই গোষ্ঠীর মধ্যে সামান্য কারণে ঝামেলা হয়েছিল। তার জেরেই ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply